শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল স্থানীয় আবহাওয়া দফতর। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে, এ জন্য মুঘল রোড, জোজিলা পাস-সহ কাশ্মীরের বহু গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হয়ে পড়তে পারে। পর্যটক তথা ভ্রমণকারীদের সেই অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত মেঘলা থাকবে, অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৯-২১ ফেব্রুয়ারি পর্যন্ত কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, গান্ডেরবাল, বদগাম, শোপিয়ানে ভারী তুষারপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কুলগাম জেলায় ১৯ ফেব্রুয়ারির বিকেল থেকে ২০ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত তুষারপাত হতে পারে। এই সময়ে সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।