ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ৯ লক্ষ ৫৬ হাজার টাকা, ধৃত ৩

আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ ফের আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান নগদ অর্থ। শনিবার পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন এই টাকাগুলি ট্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ, সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে।

ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনকার মোট আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে ট্রেনে রুটিন তল্লাশি চালায় রেল পুলিশ। তখনই সন্দেহজনক তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রত্যেকে মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজন সুধীর বারাসু বাঘমারে, করিশ্মা বাগমারে ও শিবাশিনি বলে পরিচয় মিলেছে।

গত তিনদিন আগে তারা মহারাষ্ট্র থেকে আগরতলা আসে। আজ আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা শিয়ালদহ এর উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইনকাম ট্যাক্স বিভাগের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

উল্লেখ্য গত কয়েকদিন আগে শিয়ালদহ থেকে আগরতলা আগত কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে মালিকহীনভাবে প্রচুর অর্থরাশি উদ্ধার হয়েছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *