পুণে-নাসিক হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, প্রাণে বাঁচলেন একজন

পুণে, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের পুণে জেলায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার মাঞ্চার তালুকের কাছে পুণে-নাসিক হাইওয়ের ওপর। ডিভাইডারে ধাক্কা মারার পর একটি টেম্পোতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি, সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ভেঙে তুবড়ে যায়, আগুনও ধরে যায়। মৃত্যু হয়েছে ৩ জনের ও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুণে গ্রামীণ পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পুণে জেলার মাঞ্চার তালুকের কাছে পুণে-নাসিক হাইওয়ের ওপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, এরপর টেম্পোতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি, সংঘর্ষের তীব্রতায় গাড়িটিতে আগুনও ধরে যায়। মৃত্যু হয়েছে ৩ জনের ও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *