নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির আলিপুরে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লি সরকারের তীব্র সমালোচনা করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে, নিহতদের পরিবারবর্গকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
বীরেন্দ্র সচদেব বলেছেন, “বিজেপি আহতদের সাহায্য করবে এবং তাৎক্ষণিকভাবে অর্থ সাহায্য দেবে। নিহতদের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা প্রদান করা হবে। দিল্লি সরকার এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে। গ্রাউন্ড রিয়ালিটি দেখলেই বোঝা যায় তাঁরা শুধু দুর্নীতি করছে।

