BRAKING NEWS

কনভেনশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন প্রদেশ সভাপতি সহ দলীয় পদাধিকারীগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি:  আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন হবে।  এই কনভেনশনে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সকল মন্ত্রী, বিধায়ক সহ প্রদেশ বিজেপির বিভিন্ন পদাধিকারীগণ রাজ্য থেকে আজ দিল্লির জন্য রওয়ানা দিয়েছেন। 

এদিন একসঙ্গে কনভেনশনে যোগদানকারী রাজ্য নেতৃত্বরা দিল্লি গেছেন। এদিন বিমানবন্দরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দিল্লির প্রগতি ময়দানে বিজেপির জাতীয় কনভেনশনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। সামনেই নির্বাচন, এই কারনেই এই কনভেনশন বলে জানিয়েছেন তিনি। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই কনভেনশনকে  যথেষ্ট তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *