প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের অন্যতম পদক্ষেপ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের অন্যতম পদক্ষেপ নিয়েছে। এখন থেকে ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে সুলভমূল্যে গোমতীর দুগ্ধজাত দ্রব্য সরবরাহ করা হবে।‌ আজ আগরতলার প্রগতি বিদ্যাভবনের অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসাবে চারটি দুগ্ধজাত প্রোডাক্ট– আইসক্রিম, দই, ঘি এবং পনির কয়েকটি রেশন শপের মাধ্যমে সরবরাহ করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া,  আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।