আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: দিল্লী ও চণ্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের উপর বর্বর আক্রমণের প্রতিবাদে আজ শহরের রাজপথে শ্রমিক কৃষকদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।
প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত কিষান মোর্চা। মূলত, শ্রমিক- কৃষকসহ শ্রমজীবী মানুষের সাথে মোদী সরকার বিশ্বাসঘাতকতা করেছে। তাছাড়া, ডিফাইন্ড বেনিফিট পেনশন চালু করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ, কর্পোরাইটেজেশান বন্ধ করা, সরকারি দপ্তরে ডাউন সাইজিং বন্ধ করা, অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা সহ- মোট ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন সর্বভারতীয় রাজ্য সরকারী কর্মচারী মহাসংঘ (AISGEF)এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ.বি.রোড)।