মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের উত্তর জেলায় সেন্টারের দাবি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের জন্য ধর্মনগর এবং ঊনকোটি জেলাকে নিয়ে একটি সেন্টার করার দাবি উঠেছে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয় রাজধানী আগরতলাতে। বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষিকারা আগরতলায় গিয়ে থেকে খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ২০২১ সাল থেকে খাতা মূল্যায়নের জন্য রাজ্যকে চারটি জোনে ভাগ করে খাতা মূল্যায়ন করার পরিকল্পনা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।

 উত্তর জেলা এবং ঊনকোটি জেলা থেকে যেসব শিক্ষক-শিক্ষিকারা খাতা মূল্যায়নের জন্য আগরতলাতে যায় তাদের খাওয়া থাকা সরকার থেকে দেওয়া হলেও বিশেষ কতগুলি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে।

এই সমস্যা গুলি নিরসনে উত্তর এবং ঊনকোটি জেলাকে নিয়ে ধর্মনগরকে সেন্টার বানিয়ে যদি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের ব্যবস্থা করা হয় সেই দাবি দুই জেলার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে উঠে এসেছে।

এতে করে আরো সঠিকভাবে মূল্যায়ন সম্ভব হবে এবং দুই জেলার শিক্ষক-শিক্ষিকারা বাড়ির আশেপাশে থেকে মুক্ত এবং স্বচ্ছ মনে কোন ধরনের টেনশন ছাড়া মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে শিক্ষক মহলের দাবি জনসমক্ষে উঠে এসেছে।

যেভাবে দিনের পর দিন শুধুমাত্র রাজধানীকে কেন্দ্র না করে বিকেন্দ্রীয় কারণের মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে শাসনব্যবস্থার সুফল ছড়িয়ে দেওয়া হচ্ছে সেরূপভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাম মূল্যায়নের প্রক্রিয়া যদি এমন করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন উত্তর এবং ঊনকোটি জেলার শিক্ষক-শিক্ষিকা দের মহল থেকে।

রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *