নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ ফেব্রুয়ারি: স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালীশাসন চা বাগান এলাকায় ১০ বছরের এক নাবালক ফাঁসিতে আত্মহত্যা করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
সংবাদে প্রকাশ মঙ্গলবার বিকেলবেলা ওই এলাকার বাসিন্দা লক্ষীকান্ত বাউড়ির ১০ বছরের নাবালক সপ্তম বাউরী তার নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে। লক্ষীকান্ত বাউড়ির তিনজন ছেলে-মেয়ে রয়েছে। সপ্তম বাউরী চতুর্থ শ্রেণীতে পাঠরত ছিল।
ওর পরিবারের লোক থেকে আরও জানা যায় যে গত মঙ্গলবার বিকেলবেলা সপ্তম বাউরির মা সপ্তম বাউরীকে স্কুলে না যাওয়ার কারণে গালিগালাজ করেছিল। আর তাতেই রাগান্বিত হয়ে যায় সপ্তম বাউরী। বিকালবেলা একাকিত্বের সুযোগ নিয়ে সে তার নিজ ঘরে ফাঁসিতে ঝুলে পড়ে।
পরবর্তী সময়ে তার পরিবারের লোকেরা বাড়িতে এসে দেখতে পায় যে সে তার ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছে, পরিবারের লোকেরা চিৎকার-চেচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর থানায়, ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরবর্তী সময় সপ্তম বাউরীকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিন রাত্রিবেলা তার মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। বুধবার দুপুরবেলা কৈলাসহর থানার পুলিশের উপস্থিতিতে তার মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত করার পর তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।