বিহার বিধানসভার নতুন স্পিকার নন্দকিশোর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত অনগ্রসর নেতা

পাটনা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ বিজেপি বিধায়ক নন্দকিশোর যাদব বিহার বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন অনগ্রসর নেতা নন্দকিশোর। বিহার বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ‘নীতীশ বিরোধী’ হিসাবেই বিজেপির অন্দরে পরিচিত। প্রসঙ্গত, ২০২০ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি নীতীশের দলের জন্য বিধানসভার স্পিকার পদও বরাদ্দ রেখেছিল বিজেপি। কিন্তু ২০২০ সালের বিধানসভা ভোটে জেডিইউ-কে টপকে শাসক জোটের বৃহত্তম দল হওয়ার পরে পদটি গিয়েছিল বিজেপি বিধায়ক বিজয়কুমার সিন্‌হার কাছে। দেড় বছর পর ফের তা দখল করল পদ্ম-শিবির।

গত ১২ ফেব্রুয়ারি আস্থাভোটে ২৪৩ আসনের বিহার বিধানসভার ১২৯ জন বিধায়ক নীতীশের নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে ভোট দিয়েছিলেন। তার পরেই স্পষ্ট হয়ে গিয়েছে পরিষদীয় পাটিগণিতের হিসাব। ‘মহাগঠবন্ধন’ সরকারের আমলের স্পিকার, আরজেডির অওয়ধবিহারী চৌধুরী ইস্তফা দেওয়ায় নতুন স্পিকার নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। আর বৃহস্পতিবার নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন নন্দকিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *