গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার (এপিএস) পদমর্যাদার আধিকারিককে বদলি করেছে রাজ্য পুলিশ প্রশাসন। আজ বুধবার রাজ্য সরকারের গৃহ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তি অনুয়ায়ী গুয়াহাটির পুলিশ কমিশনারেটে কর্মরত ডেপুটি কমিশনার অব পুলিশ (ক্ৰাইম) মৃণাল তালুকদারকে শিবসাগর জেলার লিগিরিপুখুরিতে ২৫ নম্বর আসাম পুলিশ (ওএনজিসি) ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। তিনি ড. দেবজিৎ নাথ (এপিএস)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
ড. দেবজিৎ নাথকে বদলি করা হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার অব পুলিশ (ক্ৰাইম) হিসেবে।
নগাঁওয়ের ব্রহ্মপুরে অবস্থিত নবম এপিবিএন-এর সেকেন্ড-ইন-কমান্ড মঈদুল ইসলামকে তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এস অ্যান্ড আই) পদে স্থানান্তর করা হয়েছে। তিনি পুন্নম পেগু (এপিএস)-এর স্থলাভিষিক্ত হয়েছেন।
পুন্নম পেগুকে কামরূপের অতিরিক্ত পুলিশ সুপার (সিকিউরিটি) করে বদলি করা হয়েছে।
এভাবে গুয়াহাটির পুলিশ কমিশনারেটে কর্মরত ডেপুটি কমিশনার অব পুলিশ (বর্ডার) সবিতা দাসকে পদে স্থানান্তর করা হয়েছে। তিনি লোনা সনোয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন।
বঙাইগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লোনা সনোয়ালকে যোরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হিসেবে বদলি করা হয়েছে। ইতিমধ্যে যোরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মৃণ্ময় গোস্বামী অন্যত্র বদলি হয়েছেন।
ওদালগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জ্যোতিপ্রসাদ পেগুকে চড়াইদেওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে বদলি করা হয়েছে। জ্যোতিপ্রসাদ অনিতা কোঁওরের স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে চড়াইদেওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনিতা কোঁওরকে ওদালগুড়িতে একই পদে বদলি করেছে রাজ্যের গৃহ দফতর।