BRAKING NEWS

ঝটিকা সফরে কলকাতায় এলেন প্রিয়াঙ্কা গান্ধি

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সরস্বতী পুজোর দিন দুপুরে আচমকা কলকাতায় এলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। বুধবার দুপুর তিনটে ১০ মিনিট নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। কেন হঠাৎ প্রিয়াঙ্কার কলকারায় আগমন সেটা এখনও স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর শহরে আসা। বালিগঞ্জে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন প্রিয়াঙ্কা।

তবে তাঁর আর কোনও রাজনৈতিক কর্মসূচি আছে কিনা স্পষ্ট নয়। এর বাইরে প্রিয়াঙ্কার রাজ্যে আগমনের নেপথ্যে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনাচক্রে কলকাতায় আসার আগেই রাজস্থানের জয়পুরে প্রিয়াঙ্কা হাজির ছিলেন সোনিয়া গান্ধির রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার সময়। জয়পুর থেকেই সরাসরি কলকাতায় এসেছেন তিনি।

ঘটনাচক্রে প্রিয়াঙ্কা এমন একটা সময় কলকাতায় এলেন যখন আইএনডিআই জোটে থাকা সত্ত্বেও বাংলার মাটিতে ২৪’র ভোটে কোনও জোটই হচ্ছে না কংগ্রেস আর তৃণমূলের। তবে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জোটে থাকতে পারে আইএসএফ-ও। এই অবস্থায় প্রিয়াঙ্কা কলকাতায় আসায় জল্পনা ছড়িয়েছে যে প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে কোনও বৈঠক করবেন কিনা তা নিয়ে। যদিও প্রদেশ কংগ্রেস নেতাদের দাবি, তাঁরা প্রিয়াঙ্কার কলকাতা সফর নিয়ে সম্পূর্ণ অন্ধকারে। তাই আগাম বৈঠক নিয়ে তাঁরা কিছু জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *