শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯-এর সন্ত্রাসবাদী হামলায় শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ কর্মী প্রাণ হারিয়েছিলেন। মনোজ সিনহা এদিন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। সিনহা এক্স-এ লিখেছেন, “২০১৯ সালের পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলায় যেসব সাহসী বীর সেনারা তাঁদের প্রাণ উৎসর্গ করেছিলেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশবাসী তাঁদের সাহস, সর্বোচ্চ ত্যাগ এবং মাতৃভূমির জন্য নিঃস্বার্থ সেবার জন্য চিরকাল ঋণী থাকবে”।
জম্মু-কাশ্মীরের ডিজিপি আর আর সোয়াইনও নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।