লখনউ, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : কৃষকরা আন্দোলন করছে। দেশের কৃষকরা বিজেপির কাছে জানতে চায়, যাঁরা স্বপ্ন দেখিয়েছিলেন আয় দ্বিগুণ করার তাঁরা একদিকে ভারতরত্ন দিচ্ছেন, অন্যদিকে কৃষকদের থামাতে চান, তাঁদের মানতে চান না। বুধবার এমনটাই বললেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ বিজেপি সরকারকে নিশানা করে বলেন, তিনটি কালো আইনই সরকার তৈরি করেছে। ৮০০ জনের বেশি কৃষক তাদের প্রাণ উৎসর্গ করেছেন। কৃষকেরা এমএসপি চায়, অন্তত আইনি অধিকার কৃষকদের দেওয়া হোক। সমাজবাদী পার্টির সভাপতি বলেন, দেশের অর্থনীতি তখনই ৫ ট্রিলিয়ন রুপিতে পৌঁছবে যখন আমাদের কৃষকরা খুশি থাকবে।