নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে এবার ষষ্ঠ সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার কেজরিওয়ালকে আগামী ১৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে। আবগারি দুর্নীতি মামলায় বুধবার কেজরিওয়ালকে নতুন করে সমন পাঠিয়েছে ইডি।
এর আগে কেজরিওয়ালকে পাঁচবার ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু একবারও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেননি। উল্টে ইডি-এ পাঠানো সমনকে বেআইনি আখ্যা দিয়েছিলেন। এই পরিস্থিতিতে বুধবার কেজরিওয়ালকে ষষ্ঠ সমন পাঠাল ইডি। এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল অথবা তাঁর দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।