BRAKING NEWS

“ক্ষমতার এই জঘন্য অপব্যবহারের নিন্দা জানাই”, সুকান্তর ঘটনায় মন্তব্য শুভেন্দুর

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : “মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক“। সুকান্ত মজুমদারের অসুস্থ হয়ে পড়া সম্পর্কে বুধবার মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর কথায়, “ক্ষমতার এই জঘন্য অপব্যবহারের নিন্দা জানাই।”

শুভেন্দুবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “বিজেপি-র রাজ্য সভাপতি; ডঃ সুকান্ত মজুমদার পুলিশের লাঠি চালনার সময় আহত হয়েছেন। পুলিশ বিজেপির কর্মকর্তাদের সন্দেশখালীতে পৌঁছাতে বাধা দিতে পাশবিক শক্তি প্রয়োগ করেছে। ডাঃ মজুমদার একজন মাননীয় সংসদ সদস্য। তাঁকে মমতা পুলিশের মারধরের জন্য লজ্জায় মাথা নত হওয়া উচিত। ক্ষমতার এই জঘন্য অপব্যবহারের নিন্দা জানাই। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে যতক্ষণ না শেষ বিজেপি কার্যকর্তা নিঃশ্বাস নিচ্ছে, লড়াই চলবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *