সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করল হাই কোর্ট

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ১৪৪ ধারা জারি করার নির্দেশ খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের জারি করা ১৪৪ ধারা খারিজ করে দিল।

বিচারপতির পর্যবেক্ষণ, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এ ক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই ১৪৪ ধারা খারিজ। আদালতের নির্দেশ, ওই এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সেনগুপ্ত। তাঁর পর্যবেক্ষণ, যেহেতু ১৪৪ ধারা খারিজ তাই ওই মামলাটির আর গ্রহণযোগ্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *