উত্তর ২৪ পরগণা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার বসিরহাট যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেখ শাহজাহানকে এনকাউন্টার করা উচিত। সন্দেশখালি কাণ্ডে অন্যতম অভিযুক্তের নাম শেখ শাহজাহান।
সুকান্তবাবুর কথায়, “যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক, উত্তম সর্দার হোক। আইনের উচিত তাদের এনকাউন্টার করে উপযুক্ত শাস্তি দেওয়া।” এনকাউন্টার তত্ত্ব জোড় গলায় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে একাধিকবার অন্যান্য বিজেপি নেতারাও এনকাউন্টার বিষয়টি সামনে এনেছিলেন।
এমনই মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। দীর্ঘ সময় পরে ফের বিজেপি নেতার মুখে এনকাউন্টার নিদান বিষয়টিকে মোটেও ছোট করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র পাল্টা সুকান্ত মজুমদারের সমালোচনায় নেমে পড়েছেন।