২০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর উপর সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

জম্মু, ১৩ ফেব্রুয়ারি (হি.স): আগামী ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি সমাবেশে ভাষণ দেবেন। তাঁর কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সেসময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন। প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু চেনাব নদীর উপর একটি রেল সেতুও উদ্বোধন করবেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মঙ্গলবার তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা উধমপুরে এসেছিলেন। তিনি শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশনে কাটরা-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পরিদর্শনে এসেছিলেন। এখানে এসে তিনি উধমপুরে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁর সফরের সময় সাম্বার বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)পরিদর্শন করবেন। রিয়াসি জেলার চেনাব নদীর উপর সর্বোচ্চ রেল সেতু, উধমপুরে দেবিকা প্রকল্প, আইআইএম জম্মু এবং শাহপুর- উদ্বোধনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।