আগরতলা,১৩ ফেব্রুয়ারি: ৪ লক্ষ ৪২ হাজার টাকার লোন জালিয়াতির শিকার হয়ে ত্রিপুরা ওবিসি কো: অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জনৈক দরিদ্র ব্যক্তি।
জানা গিয়েছে, ত্রিপুরা ওবিসি কো: অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে সোমবার সদর মহকুমার মধুবন ঝরঝরিয়া এলাকার অজয় ভৌমিকের হাতে নোটিশ আসে। এই নোটিশে অজয় ভৌমিককে বলা হয়েছে ১০ বছর আগে তিনি নাকি ওবিসি কর্পোরেশন থেকে ২ লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। আর দশ বছর পর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪২ হাজার টাকার উপর। তাই কর্পোরেশন থেকে অজয় ভৌমিককে নোটিশে বলা হয়েছে খুব শীঘ্রই ঋণ পরিশোধ করতে হবে। নোটিশ পেয়ে অজয় ভৌমিকের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।
অজয় ভৌমিকের অভিযোগ করেন, তিনি ত্রিপুরা ওবিসি কো: অপারেটিভ ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে কোনোদিন ঋণ নেননি।