আইজল, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর সহিংসতা নয়। অঙ্গীকারবদ্ধ হয়েছেন অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রী যথাক্রমে ড. হিমন্তবিশ্ব শর্মা এবং লালদুহোমা।
আজ মঙ্গলবার আইজলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিজোরামের নয়া মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, অতি সম্প্রতি গুয়াহাটি গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছেন তিনি। ওই আলোচনায় তিনি এবং প্রতিবেশী অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বিতর্কিত আন্তঃরাজ্য সীমান্তে আর যাতে কোনও সহিংসতা না হয় সে ব্যাপারে অঙ্গীকার করেছেন।
লালদুহোমা আরও বলেছেন, অসমের সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা আগামী মাসে মিজোরাম সফর করবেন। তিনি বলেন, প্রতিবেশী দুই রাজ্যের সীমান্তে শান্তি বজায় রাখতে দীর্ঘদিনের বিরোধ সমাধানে সম্মত হয়েছেন উভয় মুখ্যমন্ত্রী।