আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : নদীর ভাঙ্গন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস তৈরির মাধ্যমে নান্দনিক পর্যটন গন্তব্য গড়ে তোলা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। আজ একাধিক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে দ্রুত গতিতে বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন চলছে। এর মধ্যে অন্যতম হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাই এই প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়েছেন তিনি।