কৈলাসহর, ১২ ফেব্রুয়ারি: সমগ্র শিক্ষার শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছে না। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ অতিক্রান্ত হওয়ার পরও বেতন না পাওয়ায় সমগ্র শিক্ষার শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে। শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আজ বিকেল বেলা কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয় সর্বশিক্ষার শিক্ষকরা।
শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ মাসের ১২ তারিখ হয়ে গেলেও তারা এখনো বেতন পাচ্ছেন না। পাশাপাশি ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই তাদের বেতন সময় মত পাচ্ছে না। যার ফলে অনেকটা কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের।
শিক্ষক-শিক্ষিকারা তাই আজ এক প্রকার বাধ্য হয়ে ত্রিপুরা সমগ্র শিক্ষা অভিযান শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর জেলা শিক্ষা অধিকর্তার অফিসে এসে দ্বারস্থ হয়।
সমগ্র শিক্ষা অভিযানের কৈলাসহর মহকুমা কমিটির সকল চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকারা এদিন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার উক্ত বিষয়টি দেখবেন বলে উনাদেরকে আশ্বাস দেন।