নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারিঃ
রবিবার রাজধানীর ভগত সিং যুব আবাসে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লাভার্থী সম্পর্ক অভিযান সম্পর্কিত এক কর্মশালা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।
আগামী দিনের সাধারণ মানুষের জন্য বিজেপি সরকারের বিভিন্ন কর্মসূচী এবং উন্নয়নের ধারা সম্পর্কে সাধারণকে অবগত করা, এবং যারা বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প দ্বারা উপকৃত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে জন সম্পর্ক অভিযানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত এক কর্মশালা এদিন অনুষ্ঠিত হয়েছে।
এদিনের কর্মশালা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়াগায় যারা বিজেপি সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্প যেমন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশনের আওতায় জলের সংযোগ, কিষান সম্মান নিধি প্রভৃতি সুবিধা পেয়েছেন তাদের বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি আগামী ২৫ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি। তাই এই লাভার্থী সম্পর্ক অভিযানের বিভিন্ন বিষয় নিয়ে এদিন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।