ধর্মশালা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ফেলে একবার কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। রবিবার কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেছেন, “শ্বেতপত্র কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছে, তাঁদের কাছে পরিবারই গুরুত্বপূর্ণ ছিল।”
রবিবার সকালে হিমাচল প্রদেশের ধর্মশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “শ্বেতপত্র কংগ্রেসকে উন্মোচিত করেছে… কংগ্রেসের জন্য পরিবারই গুরুত্বপূর্ণ ছিল। কংগ্রেসের নীতিগুলি দেশের অনেক ক্ষতি করেছে। প্রশ্ন উঠছে, কংগ্রেস কীভাবে দেশকে লুট করতে থাকল, কীভাবে দেশকে পিছনে ঠেলে দিতে থাকল… দেশের স্বার্থে আমরা গত ১০ বছর নীরব ছিলাম। আমরা চাইলে আগেও শ্বেতপত্র আনতে পারতাম।”