গ্যাংটক, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মেলায় আনন্দ করতে গিয়েছিলেন বহু মানুষ। সেই আনন্দ নিমেষেই পরিণত হল বিষাদে। নিয়ন্ত্রণ হারিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ল একটি দুধের ট্যাঙ্কার। চোখের পলকেই ট্যাঙ্কারের চাকার নীচে পিষে যায় অনেকে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সিকিমে। ট্যাঙ্কারর চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিকিমের রানিপুলে বসেছে তাম্বলা মেলা। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছেন। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হঠাৎই মেলার ভিতরে ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। নিমেষেই ভিড়ের মধ্যে অনেককে পিষে দেয়। ধাক্কা মারে একাধিক গাড়িতেও। পুলিশ জানিয়েছে, রানিপুলের কাছে একটি ফাঁকা মাঠে বিগত এক মাসেরও বেশি সময় ধরে মেলা চলছে। ওই মাঠটি ট্রাকের পার্কিংয়ের জন্যও ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুধের ট্যাঙ্কারটি। প্রথমে মেলার বাইরে দাঁড়িয়ে থাকা তিনটি ট্যাক্সিতে ধাক্কা মারে এবং সেই গাড়িগুলি ঠেলতে ঠেলতেই মেলার ভিতরে ঢুকে যায়। ট্যাঙ্কারের চাকায় পিষে মৃত্যু হয় ৩ জনের, আহত অবস্থায় কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।