স্থিতিশীল রয়েছেন মিঠুন চক্রবর্তী, প্রবীণ অভিনেতাকে দেওয়া হচ্ছে হালকা খাবার

কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): স্থিতিশীল রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্পূর্ণ জ্ঞান রয়েছে তাঁর, খাচ্ছেন হালকা খাবার। রবিবার সকালে হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন মিঠুন। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলছিল। তখনই অসুস্থ হয়ে পড়েন। দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম।

শনিবার রাতেই জানানো হয়, মিঠুনের ডান হাত এবং পায়ে দুর্বলতা রয়েছে। মস্তিষ্কে এমআরআই-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। এখন তিনি সজ্ঞানে রয়েছেন। খাচ্ছেন নরম খাবার। নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *