রাজকোট, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : গুজরাটের কৃষিমন্ত্রী রাঘবজি প্যাটেল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তারপর তাঁতে রাজকোটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে রবিবার চিকিৎসকরা জানিয়েছেন।
৬৫ বছর বয়সী মন্ত্রিপরিষদের মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাট সরকারের পশুপালন, মৎস্য, গ্রামীণ আবাসন এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ জামনগরে মন্ত্রীর ব্রেন স্ট্রোক হয়। তারপর তড়িঘড়ি তাঁকে জামনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজকোটের একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। এদিন চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।
রাঘবজি প্যাটেল জামনগর (গ্রামীণ) বিধানসভা কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন।