নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষ্যে বিজেপি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
বিজেপি এক্স পোস্টে লিখেছে, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, একজন প্রখর জাতীয়তাবাদী, চমৎকার সংগঠক, অন্ত্যোদয় এবং অখণ্ড মানবতাবাদের পথপ্রদর্শক এবং অগ্রগামী, তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অখণ্ড মানবতাবাদের অগ্রদূতের গুণাবলীকে স্মরণ করেছেন।
তিনি এক্স-এ লিখেছেন, “পন্ডিত দীনদয়াল উপাধ্যায় একজন প্রখর জাতীয়তাবাদী এবং সুবিধাবঞ্চিতদের অধিকারের স্রষ্টা ছিলেন, তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম।”কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে পণ্ডিত দীনদয়ালের সমগ্র জীবনই জাতীয় সেবা ও উৎসর্গের এক মহান প্রতীক। তিনি বিশ্বাস করতেন যে কোনও দেশ তাঁর সংস্কৃতির মৌলিক ধারণাগুলি ভুলে গিয়ে উন্নতি করতে পারবে না।