বিজেপিই একমাত্র দল, যাঁরা আম আদমি পার্টিকে ভয় পায় : কেজরিওয়াল

খান্না, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপিকে ‘ভীতু’ আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। রবিবার পঞ্জাবের খান্নায় এক জনসভায় বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেছেন, “বিজেপি ভীত, তাঁরা ভাবছে এএপি যদি এত কঠোর পরিশ্রম করে, তাহলে তাঁদের জেতা অনিবার্য হয়ে উঠবে। আমরা দিল্লির ৭টি লোকসভা আসনের সবকটিতেই জিতব। আমি নিশ্চিত পঞ্জাবের জনগণ আমাদের একটি ঐতিহাসিক জনাদেশ দেবেন, আমাদের পঞ্জাবের সবকটি ১৩টি আসন জিততে হবে। বিজেপি শুধুমাত্র একটি দল, আম আদমি পার্টিকে ভয় পায়।”

কেজরিওয়াল এদিন আরও বলেছেন, “প্রতিদিনই তারা (বিজেপি) আমার বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আনে। সিবিআই থেকে ইডি, আইটি থেকে পুলিশ, সমস্ত কেন্দ্রীয় সংস্থা আমাকে প্রায় প্রতিদিনই নোটিশ এবং সমন পাঠায়। আমাকে ভাবতে বাধ্য করছে, আমি দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী কিনা।”