কলকাতা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা নির্যাতনের কথা স্বীকার করেছেন স্বয়ং সেখানকার মহিলারা। জানিয়েছেন, কিভাবে দিনের পর দিন অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছেন তাঁরা। সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় এবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাল বিজেপি। রবিবার কলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদেশন করেন বিজেপির মহিলা মোর্চার কর্মী-সদস্যরা।
শুধুমাত্র সন্দেশখানি নয়, গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের প্রতিবাদে বিজেপির কর্মী-সমর্থকরা জেলায় জেলায় রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা সন্দেশখালিতে নারী নির্যাতনের বিরুদ্ধে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেন উত্তর কলকাতা বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের তীব্র সমালোচনা করেন তাঁরা।

