দেশকে নিরাপদ ও সমৃদ্ধ রাখার পাশাপাশি, যোগ, আয়ুর্বেদ সংরক্ষণের কাজ করেছেন মোদীজি : অমিত শাহ

মহীশূর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): দেশকে নিরাপদ ও সমৃদ্ধ করার পাশাপাশি; যোগ, আয়ুর্বেদ ও আমাদের ভাষা সংরক্ষণের জন্যও অনেক কাজ করেছেন মোদীজি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সম্প্রতি আমরা সবাই অযোধ্যায় ভগবান শ্রী রামের মূর্তির পবিত্রতা দেখেছি। সুত্তুর মঠ অযোধ্যায় নিজস্ব শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি এ জন্য সুত্তুর স্বামীকে অভিনন্দন জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার কর্ণাটকের মহীশূরে সুত্তুর যাত্রা মহোৎসবে বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “এই মঠের অধীনে, আপনাদের ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০০০টিরও বেশি অনুষদ এবং এক লক্ষেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। যাইহোক, দিব্যাঙ্গদের জন্য একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য আমি বিশেষ করে সুত্তুর স্বামীজিকে অভিনন্দন জানাতে চাই।” অমিত শাহ আরও বলেছেন, “এই মহোৎসব, একভাবে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সাহায্য করে। এখানে অনেক অনুষ্ঠানের পাশাপাশি, তপোৎসব, বিশেষ পূজা, কৃষি মেলা এবং প্রচলিত খেলার আয়োজন করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *