নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ণাটকে চামুণ্ডেশ্বরী দেবী দর্শনে যাবেন। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি কর্ণাটকের মাইসোরে বিখ্যাত চামুণ্ডেশ্বরী দেবী মন্দিরে যাবেন। সেখানে তিনি চামুণ্ডেশ্বরী দেবীর পুজো করে আশীর্বাদ গ্রহণ করবেন।
বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে এই তথ্য শেয়ার করেছে।
শাহ চামুণ্ডেশ্বরী দেবীর দর্শনের পর সুত্তুর গ্রামে যাবেন। দুপুর ১২টা নাগাদ তিনি আদিজগদগুরু শ্রী শিবরাত্রি শিবযোগীগালা যাত্রা মহোৎসবে অংশ নেবেন। এই উৎসবের আয়োজন করেছে লিঙ্গায়ত সম্প্রদায়ের সুত্তুর মঠ।