আগরতলা, ১০ ফেব্রুয়ারি : অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিজেপি সরকার রাজ্যে কর্পোরেটরদের স্বার্থে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। আজ ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সমস্ত রাজ্য নেতৃত্বদের নিয়ে এক সাংগঠনিক সভার শেষে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, অসংগঠিত শ্রমিক সংগঠনের প্রদেশ চেয়ারম্যান সান্তনু পাল সহ অন্যান্য নেতৃত্বগণ।
এদিন শ্রী সাহা বলেন, শ্রমিকদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে। রাজ্যে রাজ্যে রেগা শ্রমিকদের ১০০ দিনের কাজ কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দিক থেকে শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।