কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): সন্দেশখালি নিয়ে শনিবার বিজেপি প্রতিনিধি দল রাজভবনে যাওয়ার পরই বাড়ল তৎপরতা। পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
তিনি এই মুহূর্তে কেরলে রয়েছেন। সচিবের মাধ্যমে শুভেন্দুদের আবেদনের কথা জানতে পেরে তিনি সেখান থেকেই ইমেল করে নবান্নে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। এর আগেও সন্দেশখালি ইস্যুতে রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন তিনি। কিন্তু মুখ্যসচিবের তরফে সেই রিপোর্ট মেলেনি। তাই ফের এনিয়ে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইলেন রাজ্যপাল।
গত চারদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। সেখানকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে মহিলারা বিক্ষোভে নেমেছেন। তাঁদের হাতে প্রহৃত হয়েছেন শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দার। পরে অভিযোগের ভিত্তিতে দলের শীর্ষ নেতৃত্ব শনিবার উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর দাবি, সন্দেশখালিতে তৃণমূলের লোকেরা মহিলাদের ওপর অত্যাচার করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিরোধী দলনেতা। সেই কারণে শনিবার তাঁর নেতৃত্বে রাজভবন অভিযান করেন বিজেপি বিধায়করা।