নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, রাহুল গান্ধীর একটা নীতি আছে, আর তা হল প্রকাশ্যে মিথ্যা বলুন ও বারবার মিথ্যা বলুন।
সম্প্রতি, গত ৮ ফেব্রুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। এ প্রসঙ্গে শনিবার অমিত শাহ বলেছেন, “যতদূর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত সম্পর্কিত বিষয়, আমার মনে হয়, কংগ্রেস গোষ্ঠী এবং জাতের মধ্যে কোনও পার্থক্য জানে না। প্রধানমন্ত্রী মোদী বলেছেন তিনি ওবিসি, ওবিসি একটি গোষ্ঠী, জাত নয়। হয়ত রাহুল গান্ধীর শিক্ষকরা তাঁকে এ কথা বলেননি। এটা অত্যন্ত দুঃখজনক যে প্রধানমন্ত্রীর জাত নিয়ে প্রশ্ন করা হচ্ছে।”

