পাথারকান্দি (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : চুরিকৃত ২৮টি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ এক মেকানিককে পাকড়াও করেছে পাথারকান্দি থানার পুলিশ।
পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর দীপক দাস জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে বিনোদিনী বাজারে জনৈক আবুল হুসেনের মোবাইল রিপেয়ারিং সেন্টারে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে আবুলের দোকান থেকে ২৮টি চুরি যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে চুরি হয়েছিল।
ওসি দাস জানান, এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আবুলের ব্যবহৃত ল্যাপটপ। ধৃত আবুল হুসেনের বাড়ি পাথারকান্দি থানাধীন জকিয়ালা গ্রামে।
পুলিশ অফিসার দীপক দাস জানান, বাজেয়াপ্তকৃত ল্যাপটপে মোবাইলগুলির লক প্যাটার্ন পাসওয়ার্ড খোলার অ্যাপস ব্যবহার করে আবুল। প্রাথমিক জিজ্ঞাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি জানান, মোবাইল মেকানিক আবুল মোটা টাকার বিনিময়ে চুরিকৃত মোবাইল সেটের লক খুলে চোরদের সহায়তা করত।