নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ ফেব্রুয়ারি: ধর্মনগরের রাজবাড়ীর ইন্ডিয়ান অয়েল ডিপো প্রাঙ্গণে পুলিশ প্রশাসন এবং বিএমএস -এর যৌথ উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডারলং, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দেব বিভিন্ন ওয়েল ট্যাঙ্কারের চালক , মালিক এবং ই-রিক্সা চালকদের নিয়ে এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।
গাড়ি চালকদের কেমন করে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত সদস্যরা। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ই-রিকশা চালকদের উদ্দেশ্যে বলেন প্রতিটি রিক্সা চালক যাতে দ্বিতীয় অফিসে গিয়ে নির্ধারিত কাগজপত্র এবং ইন্সুরেন্স করে। না হলে দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে বহন করবে।
ইদানিং দুটি ই-রিক্সা দুর্ঘটনায় দুই জায়গায় লোক মারা গেছে এখন এগুলি নিয়ে বিশাল সমস্যায় প্রশাসন সহ ই-রিক্সার মালিক। তাছাড়া নেশা করে যারা যানবাহন চালায় সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। যদিও দুর্ঘটনার কথা আগের থেকে বলা যায় না। কখনো কখনো নিজের কোন দোষ না থাকলেও অন্য বেপরোয়াভাবে চলাচলের ফলে সঠিক পথে থেকে দুর্ঘটনার শিকার হতে হয়। তাই চূড়ান্ত সাবধানতাই একমাত্র উপায়। তাই প্রত্যেক চালককে সাবধানতা অবলম্বন করে যানবাহন চালানোর জন্য এদিন আহ্বান করেছেন উপস্থিত সদস্যরা।