ওয়ানাড, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : কেরলের ওয়ানাড জেলায় একটি বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম, পদ্মালা পানাচিল আজি।
কেরলের বনমন্ত্রী এ কে সাসেন্দ্রন জানিয়েছেন, শনিবার সকালে এক ব্যক্তি মানন্তবাদির কাছে আবাসিক এলাকায় আচমকাই বন্য হাতির সামনে পড়ে যায়। বনমন্ত্রী এই ঘটনার পর পুলিশের মুখ্য আধিকারিক এবং জেলা কালেক্টরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সেইসঙ্গে যত দ্রুত সম্ভব হাতিটিকে ট্রান্সকুলাইজার প্রয়োগ করার কথাও বলেন। কেরলের বন দফতর জানিয়েছে যে এদিনের দুর্ঘটনার দুদিন আগে ওয়ানাড বন এলাকায় একটি দাঁতাল হাতিকে ঘুরতে দেখা গিয়েছিল।