আগরতলা, ৯ ফেব্রুয়ারি: শিক্ষাঙ্গনে কন্যাসন্তানদের আরো এগিয়ে নিয়ে যেতে ক্রমাগত প্রয়াসরত রাজ্য সরকার। আজ করবুক কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ছাত্রী নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, রাজ্য সরকারের একাধিক প্রয়াসের মধ্যে অন্যতম করবুক, চেলাগাঙ চলাকাহাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২,২৮,৬৭০০০ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। মোট ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধন হয়েছে।
প্রত্যন্ত জনপদে নির্মিত এই সুবিধাসম্পন্ন ছাত্রী নিবাস আগামী দিনে কন্যাদের শিক্ষার বিকাশে গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।