আগরতলা, ৮ ফেব্রুয়ারি : ভারতীয় রেলের ডাব্লিউডিজি-৪ ক্যাটাগরির লোকোমোটিভ ইঞ্জিন নং ১২২২৬-এ এবার যুক্ত হল ত্রিপুরার উনকোটি তীর্থের নাম। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে এই সংবাদ জানিয়েছেন।
এদিন নিজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইষ্ট পলিসির প্রতিফলন দেখা গেলো এবার ভারতীয় রেলে। কখনো প্রচারবিমুখ থাকা পার্বত্য ত্রিপুরার গৌরব কৈলাশহরের রঘুনন্দন পাহাড়ের উনকোটি তীর্থের নাম এবার শামিল হলো ভারতীয় রেলের Gডাব্লিউডিজি-৪ ক্যাটাগরির লোকোমোটিভ ইঞ্জিন নং ১২২২৬ লোকোমোটিভ ইঞ্জিনে।
এদিন তিনি আরও বলেন, শীতের স্নিগ্ধ কুয়াশা মোড়া সকালে ‘কালজয়ী ত্রিপুরা’ ও ‘উনকোটি’র নামাঙ্কিত নীল-কমলায় রঞ্জিত এই বিশেষ ইঞ্জিনটিকে আসামের মরিয়নী জংশনে দেখা গিয়েছে।