আগরতলা, ৮ ফেব্রুয়ারি : আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু স্কুলমাঠ প্রাঙ্গনে রাজ্য ভিত্তিক মহা সম্মেলনের আয়োজন করা হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী।
এদিন মহামন্ডলী জনৈক ব্যক্তি বলেন, ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর ২৫ বছর পূর্তী হতে যাচ্ছে। তাছাড়া, মহাপ্রভুর প্রেম ধর্মের প্রচার ও শ্রীচৈতন্যের সন্ন্যাসলীলার ৫১৪ বছর উদযাপন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি সম্মেলনের
আয়োজন করেছে। পাশাপাশি ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর পক্ষ থেকে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হবে।

