রাজ্যজুড়ে শুরু হয়েছে সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : রাজ্যজুড়ে শুরু হয়েছে সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে ৯ই ফেব্রুয়ারি থেকে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে শুরে পালিত হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান(৬.০)। এই অভিযানের মধ্য দিয়ে গোটা রাজ্যের ছয় মাসের শিশু থেকে ১৯ বছরের কিশোর কিশোরীদের স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের মাধ্যমে কৃমিনাশক ঔষধ এবং আয়রন টেবলেট খাওয়ানো হবে।

মূলত ২০১৮ সালে রাজ্যে বিজেপি আই পি এফ টি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানউন্নয়নের লক্ষে এবং রাজ্যের শিশু এবং কিশোরদের সুস্বাস্থ্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর প্রকল্প চালু করা হয়। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল এগারটায় খোয়াই জেলা হাসপাতালে খোয়াই জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ্য কৈশোর অভিযানের সূচনা হয়।

জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশংকর পাল।তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রম,খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার,খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর মৃদুল দাস, খোয়াই জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মুখ্য আধিকারিক সুজিত দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার বলেন, শিশু ও কিশোর কিশোরীদের জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়ন করার লক্ষ্যে ত্রিপুরা সরকার ২০২১ সালের সেপ্ঢেম্বর মাসে এই অভিযানের বিশেষ সূচনা করেছে৷ অন্তে কৃমি সংক্রমণ, ভিটামিন -এ -র অভাবে, শৈশবে ডায়রিয়া এবং আয়রন ও ফলিক এসিডের অভাব মানুষ স্বাস্থ্যের জন্য একটি উদ্বেগ জনক বিষয়৷ এসব ঘাটতি শিশুর পুষ্টি গ্রহণের বাধা সৃষ্টি করে এবং শিশু বা কিশোর কিশোরীরা অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভুগে৷ এর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়৷ শিশু ও কিশোর কিশোরীদের সুস্থ রাখতে, তাদের পুষ্টির বিকাশ, শারীরিক ও জ্ঞানগত ক্ষমতার বিকাশের জন্য মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব-সুস্থ কিশোর অভিযান৷ খোয়াই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের গোটা জেলার কর্মসূচি উত্থাপন করেন।

নির্মল সরকার জানিয়েছেন, আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার ১৩টি হাসপাতাল এবং ১০৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ৬ মাসের শিশু থেকে ১৯ বছরের কিশোরদের মধ্যে আয়রন এবং কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। পরবর্তী সময়ে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যে সব শিশুরা উপস্বাস্থ্য কেন্দ্র কিংবা হাসপাতালে গিয়ে কৃমিনাশক ওষুধ এবং আয়রন টেবলেট গ্রহণ করবেনা সব শিশু এবং কৈশোরদের চিহ্নিত করে ২০সে ফেব্রুয়ারি থেকে ২২ই ফেব্রুয়ারি পর্যন্ত আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কৃমিনাশক এবং আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুজিত দাস নাবালিকা বিবাহ আইনত অপরাধ। এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন।

জেলাশাসক বলেন,শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের  বিভিন্ন রোগের প্রতিষেধক ওষুধ দেওয়া হবে৷শিশু ও কিশোর বয়সের ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং যত্নবান হতে হবে৷ স্বাস্থ্য ঠিক থাকলে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে৷অনুষ্ঠান শেষে এদিনের অনুষ্ঠানে উপস্থিত খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে উপস্থিত অতিথিদের মাধ্যমে কৃমিনাশক এবং আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়।