BRAKING NEWS

সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন দেব

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মন্তব্য করলেন ঘাটালের সাংসদ দেব। সঙ্গে সংসদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে

তিনি বললেন, “এটাই সাংসদ থাকাকালীন আমার শেষ বক্তব্য”।

বৃহস্পতিবার দেব সাংসদে বলেন, ‘আমি সাংসদ থাকি বা না থাকি ঘাটালের মানুষের দুঃখ যেন শেষ হয়। ঘাটালের মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে এটাই শেষ অধিবেশন। অর্থাৎ ইস্তফার জল্পনাতে জল ঢাললেন দেব।

তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সামাজিক মাধ্যমে। আর বৃহস্পতিবার ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, ‘আজ সংসদে আমার শেষ দিন’। দেব এদিন সংসদে বলেন, ‘১৯৫০ সাল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা চলছে। আমার মনে হয় এটা তৃণমূলের সমস্যা নয়, এটা বিজেপি-র সমস্যা নয়। এটা বাংলার মানুষের সমস্যা। আমি আশা করব ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয়। আমার সংসদে প্রথম দিনেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম, শেষ দিনেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলছি। মানুষের স্বপ্ন যেন সত্যি হয়। আমি থাকি বা না থাকি ঘাটালের মানুষ আমার মনে সারাজীবন থাকবে।’

পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘আমি ভোটে লড়ব কি লড়ব না এই বিষয়টা দিদিকে জানিয়েছি। সংসদে আমি প্রথম বক্তব্যটা ঘাটাল দিয়ে শুরু করেছিলাম। শেষটাও ঘাটাল দিয়েই করলাম।’ সবমিলিয়ে জল্পনা আরও বাড়ল। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে, দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *