বিনামূল্যে ইউনিফর্ম পাবেন অসমের এলপি স্কুলের পড়ুয়ারা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

ইউনিফর্ম বিতরণ এবং মিডডে মিলে কোনও অনিয়ম হলে আইনি ব্যবস্থাঘোষণা

গুয়াহাটি৮ ফেব্রুয়ারি (হি.স.) : চলতি বছর অসমের এলপি স্কুলের ছাত্রছাত্ৰীরা বিনামূল্যে ইউনিফর্ম পাবেন। তাছাড়া ইউনিফর্ম বিতরণ এবং মিড–ডে মিলে কোনও অনিয়ম হলে কঠোর আইনি ব্যবস্থা নেবে সরকার। আজ বিধানসভায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের চতুর্থ দিন বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য পেশ করতে গিয়ে এই ঘোষণা করে জোরের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ইউনিফর্ম বিতরণে কোনও অনিয়ম হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাঁর ভাষায়, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি, এ বছর এলপি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। তবে আমি এটা পরিষ্কার করতে চাই, যদি ইউনিফর্ম সরবরাহে কোনও সমস্যা হয়, অর্থাৎ ইউনিফর্ম বিতরণে গণ্ডগোল হয়, তা-হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে মামলা রুজু হবে।’

রাজ্যের বিভিন্ন জেলায় ইউনিফর্মের বিভিন্ন মানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এসএমডিসি এবং প্রধান ছাত্রদের একক করে ইউনিফর্ম ফান্ড কার্যকরভাবে ব্যবহার করে এমন স্কুল এবং যেগুলি করে না তাদের মধ্যে বৈষম্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যদিও কিছু কিছু স্কুল ইউনিফর্ম প্রদানের ক্ষেত্রে ভালো মান বজায় রেখেছে, তবে এমনও আছে, যেমন এসএমডিসি এবং প্রধান ছাত্র, যারা ইউনিফর্মের তহবিল দক্ষতার সাথে ব্যবহার করে না। এ বছর আমাদের লক্ষ্য, প্রতিটি স্কুল যাতে শিক্ষার্থীদের ভালো মানের ইউনিফর্ম সরবরাহ করে তা নিশ্চিত করা।’

একটি সক্রিয় ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী বিধানসভার সমস্ত সদস্যকে তাঁদের নিজ নিজ এলাকায় এলপি স্কুলের ইউনিফর্মগুলিকে অভিন্ন মানগুলির উপর ভিত্তি করে এ, বি এবং সি ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি সি ক্যাটাগরিভুক্ত স্কুলগুলির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরাদ্দকৃত ইউনিফর্ম তহবিলের অপব্যবহারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইউনিফর্মের উপর গুরুত্বারোপের পাশাপাশি মুখ্যমন্ত্রী ড. শর্মা বিদ্যমান মিড-ডে মিল কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, মিড-ডে মিলে কোনও গরমিল হচ্ছে বলে অভিযোগ পেলে বা এ সংক্রান্ত কোনও ভেজাল ধরা পড়ে তা-হলে কঠোর হতে বাধ্য হবে সরকার। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

মুখ্যমন্ত্ৰীর এই ঘোষণায় ছাত্রছাত্রীরা যাতে উচ্চমানের ইউনিফর্ম এবং মিড-ডে মিলের খাদ্য পায় এবং এই উদ্দেশ্যে বরাদ্দকৃত তহবিল যাতে দায়িত্বের সাথে ব্যবহার করা হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি বোঝায়।