নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত ১০ বছরে কেন্দ্রের বাজেটে কখনই কোনও রাজ্যের বরাদ্দে ভেদাভেদ করা হয়নি। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বুধবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি তিনি অভিযোগ করেন, বাজেটে যথাযথ বরাদ্দ না পাওয়ার দাবী করা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের বরাদ্দ এবং কর কাঠামো নিয়ে রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ তুলে জাতীয় রাজধানীতে কর্নাটক কংগ্রেসের করা মিছিলের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। কংগ্রেসের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

