বিধানসভায় অবস্থিত স্টেট ব্যাঙ্কের শাখার উদ্বোধনে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় অবস্থিত স্টেট ব্যাঙ্কের শাখার উদ্বোধন করেন। যোগী বুধবার ফিতে কেটে বিধানসভায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাঙ্ক আধিকারিকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা এবং অর্থমন্ত্রী সুরেশ খান্নাকে অঙ্গবস্ত্রম এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব দুর্গা শঙ্কর মিশ্র, স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ এবং স্টেট ব্যাঙ্কের আধিকারিকরা।