কলকাতা, ৬ ফেব্রুয়ারি, (হি.স.): মায়ানমারের পরিস্থিতি অগ্নিগর্ভ। সেনার বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীরা একের পর এক প্রদেশ দখল করে নিয়েছে। রাজধানী নেপিডো এবং আগের রাজধানী ঈয়াঙ্গনের মতো বড় শহর দুটি বাদে মাঝারি মানের বেশিরভাগ শহরই এখন বিদ্রোহীদের দখলে। এই অবস্থায় ভারত-মায়ানমার সীমান্তের কিছু অংশে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাতে অমিতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সমগ্র ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মায়ানমার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ভাল নজরদারির সুবিধার্থে, সীমান্তে একটি টহল ট্র্যাকও প্রশস্ত করা হবে। মোট সীমান্ত দৈর্ঘ্যের মধ্যে, মণিপুরের মোরেহে ইতিমধ্যেই একটি ১০ কিলোমিটার প্রসারিত বেড়া দেওয়া হয়েছে৷ অধিকন্তু, হাইব্রিড সার্ভিল্যান্স সিস্টেম (এইচএসএস) এর মাধ্যমে বেড়া দেওয়ার দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন। অরুণাচল প্রদেশ এবং মণিপুরে ১ কিলোমিটার প্রসারিত বেড়া দেওয়া হবে।
উপরন্তু, মণিপুরে প্রায় ২০ কিমি জুড়ে বেড়ার কাজ অনুমোদন করা হয়েছে, এবং কাজটি শীঘ্রই শুরু হবে।”