অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়, এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি : বাংলাদেশ সহকারী হাইকমিশনার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়। এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি। আজ ভারতে আটকে থাকা ১২ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত কঠোরভাবে একথা বলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।

এদিন তিনি বলেন,প্রতিনিয়ত উভয় দেশ থেকেই একাংশ মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছেন। পরবর্তী সময়ে তাঁরা দুই দেশের নিরাপত্তা বাহিনীদের হাতে ধরা পড়ছে। আদালতের সাজা শেষ হওয়ার পর নরসিংগড়ে ডিটেনশন ক্যাম্পে তাঁদের ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অতিরিক্ত সময় ধরে থাকতে হয়। আজ এমনই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করা ১২ জন বাংলদেশী নাগরিককে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এরা বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে এসেছিলেন। কেউ কেউ এসেছেন কাজ করতে। আবার কেউ পাচারের শিকার হয়ে। আবার কেউ বেড়াতে এসে ধরা পড়েছেন। এই ১২ জন বাংলাদেশী নাগরিকদের মধ্যে একজন নাবালিকা মেয়ে রয়েছে। ওপারে অধীর আগ্রহে তাঁর মা দাঁড়িয়ে রয়েছেন।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈধ ব্যবস্থা থাকা সত্ত্বেও দুই দেশের জনগণ অবৈধভাবে পারাপার করছেন। বৈধ প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও মানুষ অবৈধপন্থা অবলম্ব করছেন।

এদিন অত্যন্ত কঠোরভাবে বলেন, অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়। এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি।সীমান্ত এলাকার কিছু কিছু জায়াগায় কাটা তারের বেড়া নেই। এর সুযোগই নিচ্ছেন কিছু দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। যাঁরা এই কাজ করছেন তাঁদের কোনোভাবে প্রশয় না দেওয়া এবং তাঁদেরকে সামাজিকভাবে দায়বদ্ধতার মধ্যে আনা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *