বাজারিছড়া (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্রায় ৮০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ ‘এসকাফ’ ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে কফ সিরাপ পরিবহণে ব্যবহৃত ট্রাক ও তার চালক রাজস্থানের বসিন্দা রবীন্দ্র সিংকে।
বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ মঙ্গলবার সকালে এইচআর ৫৫ এক্স ৯৮৬০ নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেইনার চেকগেটে আসে। পণ্যবাহী কন্টেইনারে তালাশি চালিয়ে বিভিন্ন খুচরো সামগ্রীর আড়াল থেকে ৬৭ কার্টুনে আট হাজার ৪০ শিশি নিষিদ্ধ ‘এসকাফ’ ব্র্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কালোবাজারে মূল্য কমপক্ষে ৮০ লক্ষ টাকা হবে। নেশাদ্রব্য পাচারের অভিযোগে আটক করা হয়েছে গাড়ি চালক রবীন্দ্র সিংকে।
পুলিশ অফিসার মিলি জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদের ভিত্তিতে ধৃত রবীন্দ্র সিঙের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।

